রিজিক বলতে শুধুমাত্র ‘অর্থ’ বুঝায় না। বরং সুস্থতা, সম্মান, অর্থ, স্বস্তি ও শান্তি সহ আরো অনেক কিছুই এর অন্তর্ভুক্ত।
রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। পুরো দুনিয়া চাইলেও কারো রিজিক কেড়ে নিতে পারবেনা, যদি আল্লাহ না চান। আবার পুরো দুনিয়া একত্রিত হয়েও কাওকে রিজিক দিতে পারবেনা, যদি আল্লাহ পারমিশন না দেন।
রিজিক যে শুধুমাত্র একটা উৎস থেকেই আসতে হবে, ব্যাপারটা এরকম না। যার যতোটুকু রিজিক আছে, আল্লাহ তাকে অবশ্যই পৌছাবেন।
কোনো ব্যক্তি কোনো দায়িত্ব পালনে অযোগ্য হলে কখনোই তাকে সেই দায়িত্ব দেওয়া উচিৎ না। বরং তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পাওয়া উচিৎ। যোগ্যতা না থাকা সত্ত্বেও কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া তার ওপর জুলুম।
কোনো ব্যক্তি গাড়ি চালাতে না পারলে, কেউ তাকে পার্সোনাল ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়ে স্যালারি দিবেনা। কিন্তু সরকার/জনগণের টাকায় ঠিকই অন্যের প্রতি দয়াবান হয়ে, অযোগ্য হলেও চাকরী দিতে চায় অথবা চাকরীতে বহাল রাখতে চায়। এটা আমানতের খেয়ানত।
+ There are no comments
Add yours