রংপুরের তারাগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচে বাধা নিয়ে এখনও আলোচনা ও সমালোচনা চলছে।
প্রথমতো,
শারীরিক পরিশ্রম আছে এমন খেলা ইসলাম মৌলিকভাবে হারাম করেনি। মেয়েদেরও এসব খেলার সুযোগ আছে। সীরাহতে আমরা মেয়েদের ঘোড়া চালানো, তীর-ধনুক ও তলোয়ার ব্যবহার এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহার দৌড় প্রতিযোগিতাও দেখতে পাই। তবে খেলায় পর্দা ও শালীনতা শর্ত। প্রকাশ্যে পর্দার খেলাফ হবে এমন খেলা ইসলাম কখনোই অনুমোদন দেয়না। আর অসৎ কাজে বাধা প্রধান ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোকন।
দ্বিতীয়তো,
আমাদের দেশে অধিকাংশ মানুষ কনজার্ভেটিভ। ঢাকার অল্প কিছু পশ(?) এরিয়া বাদে ওভারঅল মেয়েরা মুটামুটি শালীন ও ভদ্র ড্রেস পরিধান করে। রংপুরের তারাগঞ্জ ঢাকার গুলশান-বনানীর মতো সো কল্ড পশ এরিয়া না। ওখানে মেয়েরা শালীন ড্রেসেই অভ্যস্থ। এমনকি এসব মফস্বল শহরে মেয়েদের ওড়না ছাড়া চলাটাও অত্যন্ত দৃষ্টিকটু। সেখানে মেয়েদের ফুটবল ম্যাচের ড্রেসে এলাকার মানুষ অত্যন্ত ক্ষিপ্ত হবে এটাই স্বাভাবিক।
তৃতীয়তো,
বাংলাদেশ ইসলামিক কান্ট্রি না হলেও এখানে অধিকাংশ মানুষ মুসলিম এবং কনজার্ভেটিভ। সেখানে তারাগঞ্জের মতো কনজার্ভেটিভ এরিয়াতে মেয়েদের ফুটবল ম্যাচের আয়োজন করাটাই প্রবলেমেটিক। শুধু সেখানে না বরং ঢাকার পশ এরিয়াতেও আয়োজন করলে সেটা অনলি ফিমেল এক্সেস আছে এমন জায়গায় আয়োজন করা উচিৎ। এমনটা না হলে, মুসলিমরা বাধা দিবে এটাই তাদের দায়িত্ব। যেমনঃ আইইউটিতে ফিমেল হলে মেয়েদের ব্যাডমিন্টন কোর্ট আছে। এখন সেখানে খেলা বাদ দিয়ে যদি ছেলে-মেয়ে একসাথে অথবা শুধু মেয়েরা ছেলেদের কোর্টে এসে প্রকাশ্যে ব্যাডমিন্টন খেলে, সেটা যেমন দৃষ্টিকটু তেমনই বাধা দেওয়া দায়িত্বশীল ও অথোরিটির দায়িত্বও বটে।
ফাইনালি,
অনেকেই বলছেন, স্ট্র্যাটিজিক্যালি এই সময়ে মেয়েদের ফুটবল ম্যাচে বাধা দেওয়াটা উচিৎ হয়নি। আমি পার্সোনালি এর সাথে ডিজএগ্রি করি। যদি ঢাকা বা এরকম কোনো এরিয়াতে মেয়েদের ফুটবল ম্যাচের আয়োজন হতো, তাহলে মুসলিমদের জন্য বাধা দেবার চেয়ে সচেতন করাটাই স্ট্র্যাটিজিক্যালি ঠিক ছিলো। কিন্তু একটা কনজার্ভেটিভ এরিয়াতে এটা আয়োজন করাটাই সমস্যার, তাই সেখানে বাধা দেওয়াটাই যৌক্তিক। আমরা একটা কনজার্ভেটিভ, শালীন ও ভদ্র স্যোসাইটি এক্সপেক্ট করি। সেখানে সুশীলগিরি করে প্রোলিবারেল হয়ে সমাজটাকে পশ্চিমাদের মতো ধ্বংসের দিকে ঠেলে দিবেন না, প্লিজ।
+ There are no comments
Add yours