আইইউটির অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট ডিপার্টমেন্টাল ট্যুরে হারাম কিছু পার্ট থাকে।[1] তাই অনেকেই ইসলামকে গুরুত্ব দিয়ে অথবা অবৈধ খাতে অর্থ ব্যয় থেকে বাঁচতে ট্যুরে যেতে পারেনা। কিন্তু এটা তো ডিপার্টমেন্টাল ট্যুর, সবারই ইচ্ছা থাকে বন্ধুদের সাথে যাবে, কিছু ভালো সময় কাটাবে। তাই ট্যুরের সিজনটা স্টুডেন্টদের জন্য বেশ কষ্টকর, মন খারাপের।
কয়েক বছর ধরেই এই ব্যাপারটা অন্তরে লাগতো, অস্বস্তি ফিল করতাম। সবসময় কিছু একটা করতে চাইতাম। জুনিয়রদের দেখার পর আর সহ্য করতে পারলাম না। নাহ, এবার কিছু একটা করতেই হবে। এই ছেলেগুলোকে মন খারাপ করে দেখতে পারব না। এদেরকে নিয়ে কিছু একটা প্ল্যান তো করাই যেতে পারে।
A tour (‘Khuruz’) is loading…
+ There are no comments
Add yours