Departmental Tours: The Islamic Identity in an Islamic University

Estimated read time 1 min read
আইইউটিতে বিভিন্ন ইভেন্টের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ডিপার্টমেন্টাল ট্যুর। যেহেতু ডিপার্টমেন্টাল ট্যুর তাই সাধারণভাবেই এখানে সবার উপস্থিতি এক্সপেক্টেড। সবাই তার ডিপার্টমেন্টকে ওউন করে। এবং ডিপার্টমেন্টাল যে কোনো ইভেন্টকে সাকসেসফুল করতে চায়।
অত্যন্ত দুঃখের বিষয় হলো, এই ট্যুরগুলোতে বেশ কিছু প্রবলেম থাকে। এখানে ফ্রি মিক্সিং এর সুযোগ থাকে ও মিউজিক ব্যবহার হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনায় তো ড্রাগসের মতো ভয়াবহ জিনিসেরও প্রমাণ পাওয়া যায়। তাই যারা ইসলামকে গুরুত্ব দেয় এটলিস্ট যারা হারাম পথে অর্থ খরচ[১] করতে চায় না, তারা এই ট্যুরগুলোতে এটেন্ড করতে পারেনা।
ট্যুর অর্গানাইজাররা বরাবরই ইভেন্টকে সাকসেসফুল করতে চায়। তাই তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে হারাম পার্টগুলোকে বন্ধ করার চেষ্টা করে, এটা এপ্রিশিয়েবল। অথোরিটি এটাকে গুরুত্ব দিলে এবং স্টুডেন্টরাও কোঅপারেটিভ হলে ইভেন্টটাকে ইজিলি সাকসেসফুল করা যেতো।
ইনফ্রাসট্রাকচার রেডি না থাকায়, ক্যাম্পাসে এই মুহূর্তে ছেলে-মেয়ে ফুল সেপারেট করা সম্ভব না হলেও ডিপার্টমেন্টাল ট্যুরের ক্ষেত্রে চাইলেই সেপারেটলি ট্যুর আয়োজন করা সম্ভব। মিউজিকেরও বেটার অল্টারনেটিভ আছে।
আমাদের একটু চেষ্টা অনেক হারাম ও গুনাহের কাজকে বন্ধ করে দিতে পারে। আল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে সত্যিকারার্থে ‘ইসলামিক ইউনিভার্সিটি’ হিসেবে কবুল করুন। আমীন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours