দ্বীনের খাতিরে গোপনে বিয়ে

সাল ২০২১, আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলো যার সাথে আমি একসাথে দীর্ঘ সময় কাটিয়েছি। এক সাথে প্রতিদিন মাস্টারের কাছে যাওয়া, শাওলিন প্র্যাকটিস করা, দিন-রাত ছাদে বসে আড্ডা দেওয়া…। কয়েকটা মাসেই খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছিলো। এক সময় জানতে পারি, সে হারাম রিলেশনশীপে আছে। দুজনই দ্বীন বুঝেছে একটা সার্টেইন লেভেল পরে। তাই ছাড়তেও পারতেছে না। ছেলেটার আকিদা-মানহায ও আমল দেখে মুটামুটি ভালোয় লাগতো। তাই দুইজনকেই ভরসা ও বিশ্বাস করেছিলাম।

একসময় আমি কনভিন্সড হয়ে যাই। এবং নিজে সবকিছু এ্যারেঞ্জ করে তাদেরকে বিয়ে দেই। রেস্টুরেন্টেও মেয়েটা ফুল নিকাব ও হাত-পা মোজা পরিধান করেই আসে। হারাম রিলেশন থেকে বেরিয়ে একটা সুন্দর লাইফের জন্য সব ধরনের সাপোর্ট দিতে থাকি।

একটা সময় ও নিজের জেলায় শিফট করে। আমিও এডমিশন প্রিপারেশন নেবার জন্য বাসা চেঞ্জ করি। ক্যাম্পাসে আসার কিছুদিন পর একজনের থ্রুতে জানতে পারি, সেই মেয়েটা নিজের চুল খোলা ছবি পর্যন্ত ফেসবুকে আপলোড দেয়। কনফার্ম হবার পর খুবই মর্মাহত হই। বন্ধুর সাথে কথা বলি এবং বুঝতে পারি তাদের মধ্যে সমস্যা চলছে। হয়তো বিয়েটা নাও টিকতে পারে। এ সময়ে আমি গোপনে বিয়ের আউটকামটা রিয়ালাইজ করতে পারি এবং প্রতিজ্ঞা করি এরপর থেকে কখনও এমন করব না।

যাই হোক, সময় চলতে থাকে। নিজের লাইফ ও কমিউনিটি নিয়ে বিজি থাকায় স্কুল-কলেজের ফ্রেন্ডদের খোঁজখবর নেবার সুযোগ হয়না। মাঝে মাঝে কেউ কেউ নক দিয়ে বিভিন্ন ইনফো শেয়ার করে এতোটুকুই। কারো কারো কথা শুনে ভালো লাগে আর কোথাও অনেক কষ্ট হয়, এখন তো আর কিছু করার নেই। যাই হোক, আজ আরেকজন কলেজ ফ্রেন্ডের সাথে কথা বলার সময় তার ও তার আহলিয়ার ব্যাপারে জানতে পারি। কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে সে নক দিলেও ফেসবুকে তার সাথে এড ছিলাম না। সে তার পার্সোনাল লাইফ ও ফেমিলির অনেক কিছুই শেয়ার করে। তবে সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে কিছুটা হলেও অবাক হয়েছিলাম।

ফ্রেন্ডের থেকে জানতে পারলাম, তাদের অবস্থা এখন খুবই খারাপ। আজ তার ফেসবুক প্রোফাইল চেক করে খুবই কষ্ট পেলাম ও হতাশ হলাম। ফেমিলি নিয়ে কেউ এতোটা বিদ্বেষী মনোভাব কিভাবে রাখতে পারে! কিভাবে কাপল ছবি আপলোড দিয়ে প্রকাশ্য বেহায়াপনা ছড়াতে পারে! এরকম কিছু দ্বীনি ভাইকে দেখলাম, যারা জীবনে বিয়ের পর একেবারে নষ্ট হয়ে গেছে। কোথায় তাদের ঈমানি জজবা, কোথায় তাদের সেই স্বপ্নের জীবন!

আল্লাহ আমাদের নারী ফিতনা থেকে হেফাজত করুন, হেদায়েত দিন এবং দ্বীনের ওপর দৃঢ়তা দান করুন

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours