আমাদের নারীরা আমাদের সবচেয়ে দামী সম্পদ। তারা আমাদের ঘর গুছিয়ে পরিপাটি করে রাখে। আমাদের সন্তানদের উত্তম শিক্ষা দিয়ে, একজন মুসলিম হিসেবে গড়ে তোলে। আমাদের অবর্তমানে নিজের চরিত্র ও সম্পদের হেফাজত করে। তাদের নফল আমলও পুরুষদের চেয়ে অনেক গুণ বেশি ও উত্তম। তারা আমাদের পরিবারকে সামলায়, নিজের পরিবারকেও সামলায়। সবার জন্য কষ্ট করে রান্না করে, যার কোনো ছুটির দিন নেই। যে কখনও অসুস্থ হয় না। আমাদের সর্বোচ্চ সাপোর্ট দেয়। এরকম উত্তম দামী সম্পদ পৃথিবীতে আর কি হতে পারে?!
জি, এরাই আমাদের মুসলিম নারী। এরাই আমাদের অহংকার। আমরা আমাদের একজন নারীকে সুরক্ষার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারি। নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে, আমাদের নারীদের জন্য উত্তম স্থান ঠিক করতে পারি। আমাদের নারীরা ছাড়া আমাদের জীবন সত্যিকারার্থে মূল্যহীন। তারা না থাকলে, কিভাবে নিজেদের জীবন কল্পনা করতে পারি? সেই পুরুষের চেয়ে নিকৃষ্ট কে হতে পারে, যে তার বাসায় মেয়েদের কষ্ট দেয়? এরকম কাপুরুষরা আমাদের অন্তর্ভুক্ত হতে পারেনা। আমরা এদেরকে কখনও ক্ষমা করতে পারিনা।
আমাদের নারীরা সর্বোচ্চ সম্মানিত। হয়তো দুনিয়ার জীবনে তাদের অনেক বেশি স্যাক্রিফাইস করতে হচ্ছে। কিন্তু তাদের জন্য রয়েছে সর্বোত্তম ‘জান্নাতুল ফিরদাউস‘। যে তার প্রকৃত সম্পদের কদর করতে পারেনা, সে প্রকৃত ব্যর্থ মানুষ।
+ There are no comments
Add yours