এক্টিভিস্টদের পারিবারিক জীবন কেমন হয়?

এক্টিভিটস্টদের পরিবারকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়। ইচ্ছা করতেছে আসিফ আদনান ভাই, শক্তি ভাই, মেহেদী ভাই, জাকারিয়া মাসুদ ভাই, এনামুল হোসাইন ভাই, ইরফান সাদিক… সবার পারিবারিক লাইফের এটলিস্ট একটা করে হলেও ঘটনা উল্ল্যেখ করি। কিন্তু পাবলিক ফিগারদের পার্সোনাল/পারিবারিক জীবন নিয়ে মানুষ অতি উৎসাহী থাকে কিনা, তাই বলাটা সমীচিন মনে হচ্ছেনা। কিন্তু এতোটুকু কনফার্ম করতে পারি, প্রত্যেকেই তার পারিবারিক জীবনকে স্যাক্রিফাইস করে, করতেই হয়। তাদেরকে সময় দিতে পারেনা। অথচ অন্যান্য এক্টিভিস্টদের সময় দেওয়া ও দ্বীনি কাজে প্রায় সারাটা দিন ব্যয় করতে হয়।‎

একজন এক্টিভিস্টের ওয়াইফকে কেমন হতে হয় এটা জানতে পারলে বিষয়টা বোঝা সহজ হবে। সেই মেয়েকে অবশ্যই স্যাক্রিফাইস করার মেন্টালিটি রাখতে হবে। হাসবেন্ড তাকে খুবই কম সময় দিতে পারবে। এমনকি ২-৩ দিন পর একবার হয়তো কথা বলার সুযোগ হবে, এমনটাও হতে পারে। যে কোনো সময় কারাগারে যেতে হতে পারে। সো মাসের পর মাস, বছরের পর বছর একা থাকা লাগবে। একটা মেয়ের জন্য এটা অনেক বেশি কষ্টের। তবে ওই যে, এক্টিভিস্টদের জীবনটাই তো এমন! আরেকটা বড় সমস্যা হলো, ফিনানশিয়াল ক্রাইসিস। পর্যাপ্ত অর্থ থাকবেনা। মাসে পঞ্চাশ হাজার তো দূর, জেনারেল খরচ চালানোই কষ্টকর হয়ে যাবে। ইনকাম বেশি করুক আর কম অল্প কিছু অর্থ বাদে বাকিটা তার এক্টিভিজমের জন্যই খরচ করতে হবে। তাই টাকা জমানো যাবে বা ভবিষ্যতে কাজে লাগবে এমন ব্যাকআপ নেই বললেই চলে। সেই গৃহিণীকে বাচ্চাদের একা একা কষ্ট করে তবে অবশ্যই বাবার মতো আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। এমনকি মিডিয়া জঙ্গীসহ অন্যান্য ট্যাগ দিতে পারে এবং সেগুলো নিয়ে জীবন যাপন করা অনেক বেশি কষ্টের হতে পারে। ‎

সাহাবীদের জীবনি দেখুন, পরবর্তি সালাফ-খালাফ ও ইমামদের জীবনি দেখুন। ওনাদের জীবন এমনই ছিলো। বর্তমান শতাব্দীতেও যতো বিপ্লবী মুসলিমকে চেনেন, তাদের জীবন এমনই। তাই সেলিব্রেটি ও বাহ্যিক লুক দেখেই তাকে বিয়ে করার জন্য উদগ্রীব না হয়ে বাস্তবতা চিন্তা করা উচিৎ। এতো কষ্ট ও চ্যালেঞ্জ সামলানোর মতো যোগ্যতা আছে কিনা সেটা যাচাই করা উচিৎ। মনে রাখবেন, আল্লাহ তায়ালা একজন দ্বাঈ/এক্টিভিস্টের জন্য তার মতোই স্পাউস ব্যবস্থা করে দেন। এবং তাদের উভয়ের জীবনের একমাত্র লক্ষ্য থাকে “জান্নাত“। দুনিয়াতে তারা কোনো সুখ/বদলা পায়না, এক্সপেক্টও করেনা।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours