প্রোডাক্টিভ হন, স্কিল ডেভালাপ করেন, নিজেকে সর্বোচ্চ যোগ্য করে তুলুন, কমপক্ষে ইংরেজি ও আরাবিক ভাষা শিখুন, নিজের ভালো লাগার বিষয়টাতে সবসময় ফোকাসে রেখে বেস্ট এ্যাফোর্ট দিন,তবে…

সিস্টেমে ঢুকে সিস্টেম চেঞ্জ করার স্বপ্ন দেখিয়েন না, এটাকে প্রমোট করিয়েন না, কুফফারদের সিস্টেমকে শক্তিশালী করবেন না। আপনি স্কিল্ড হলে আপনার ডিমান্ড থাকবেই

আমাকে দ্বারা তো প্রচুর মানুষ পরিবর্তন হচ্ছে,

আমাকে দ্বারা তো হাজারো মানুষের ইন্টেলেকচ্যুয়াল পরিবর্তন হচ্ছে,

আমাকে দ্বারা তো প্রচুর দ্বীনি কাজ হচ্ছে,

আমি তো দ্বীনের জন্য অনেক কষ্ট ও সময় দিয়েছি,

…….

এই লিস্টটা হয়তো অতীব দীর্ঘ হবে, কিন্তু এগুলোর উদ্দেশ্য কি ছিলো? এগুলো দ্বারা কি রব যাদের ওপর সন্তুষ্ট, আমি তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি? এই ছোট্র জীবনটা চলুক না এইভাবেই কিছু আশা, নির্জনতা, ভয়, অপরিচিতি, গুরুত্বহীন ভাবে। এরপর?

পরকালের সেই সুমহান যাত্রায় রব যার ওপর সন্তুষ্ট তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে আছে? আমি কি তাদের অন্তর্ভুক্ত হতে পারব?

আমাকে কবুল করো, ইয়া রব্বি আল্লাহ

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours