আমানত বলতে শুধু সম্পদকেই বোঝায় না, কথার গোপনীয়তা রক্ষাও আমানতের অংশ। ইভেন সম্পদের আমানতের খেয়ানত থেকেও কথার আমানতের খেয়ানত অধিক ক্ষতিকর। কেনোনা সম্পদের খেয়ানত হলে সেটা নিজের সম্পদ থেকে পুষিয়ে দেয়া পসিবল কিন্তু কারো কথার আমানত (বা গোপন বিষয়) প্রকাশ করে দেয়াটা এমন খেয়ানতের অন্তর্ভুক্ত যা কখনোই পুষিয়ে দেয়া পসিবল না। তাই এই বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন জরুরি।

অথচ আমাদের অনেক ভাইয়েরাই প্রথমটার বিষয়ে সচেতন থাকলেও পরেরটার বিষয়ে বেখবর থাকেন, আস্তাগফিরুল্লাহ। কথা আমানতে রাখা হয়ছে বলা হলেও অনেকেই জোরাজুরি করতে থাকেন সেটা শোনার জন্য। ‘অতি আগ্রহ’ কখনোই ভালো কিছু ডেকে আনেনা। এই অতি নিকৃষ্ট গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours