দ্বীনের সাথে আনুগত্যের ব্যাপারটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। যেই ব্যক্তি যতো অধিক পরিমাণে “আনুগত্যশীল” হয় সে ততো অধিক পরিমাণে হেদায়েতপ্রাপ্ত হয়।

শারীয়াহর অনুকূলে থাকার পরও যে আমাদের দায়িত্বশীলদের আনুগত্য করেনা সে আমাদের অংশ নয়, আমরাও তার অংশ নই। আনুগত্যের সাথে হেদায়েত ডিরেক্টলি কানেক্টেড। তাই এই গুণটা নিজের মধ্যে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করা উচিৎ। তাদের প্রতি সম্মান ও তাদের কথার গুরুত্বের প্রতি আমার আন্তরিকতাই আমার আনুগত্যের বহিঃপ্রকাশ,

আল্লাহ আমাদের আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করুন

দ্বীনের ওপরে থাকার শর্ত হলো, “ফজরে রেগুলার হওয়া”। ফজরের সালাত ঘুমের কারণে রেগুলার না অথচ অন্য সালাতগুলো এহতেমামের সহিত আদায় করে এমনটা কখনো দেখিনি। আর যে এহতেমামের সহিত সালাত আদায় করেনা সে কখনোই “দ্বীনি” হতে পারেনা, একেবারে অসম্ভব

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours