ভাবতে পারেন, হালাল ইনকাম দিয়ে তো দুনিয়াকে ভোগ করা বৈধ। না, এই চিন্তায় বড় রকমের ভুল আছে। আমরা দুনিয়াকে ভোগ করতে পারিনা বরং এটা ‘ইউজ’ করতে পারি যেনো আল্লাহর দ্বীন মেনে চলা সহজ হয়। আমাদেরকে কেনো সৃষ্টি করা হয়েছে এটা আল কুরআনকে আস্ক করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়।
একই অন্তরে দুনিয়া ভোগ করা/ভালোবাসা ও আল্লাহর দ্বীন একত্রিত হতে পারেনা
সকল জাতির উৎসবের দিন আছে। আর আমাদের উৎসবের দিন হলো দুই ঈদ। তাই ঈদে প্রকৃত অর্থেই আনন্দ প্রকাশ করা উচিৎ (অবশ্যই কোনো প্রকার হারাম উপায় অবলম্বন করা যাবেনা)। আনন্দ প্রকাশের একটা অন্যতম উপায় হলো ‘সালামি’।
হ্যাঁ, জোড়পূর্বক বা বিপদে ফেলে আদায় করাটা কখনোই উচিৎ না তবে এ ক্ষেত্রে বড় ও সিনিয়রদের এগিয়ে আসা উচিৎ। দেখুন, জুনিয়ররা আমাদের থেকে খুব বেশি অর্থ এক্সপেক্ট করেনা আবার এটা যে তাদের প্রয়োজন এমনটাও না। এটা স্রেফ আনন্দ প্রকাশের অন্যতম একটা ভালো ট্র্যাডিশন। আমার কম সামর্থ্য থাকলে কম দিবো আর বেশি থাকলে বেশি। তবে অবশ্যই অল্প হলেও জুনিয়রদের ঈদ সালামি দেওয়ার ট্র্যাডিশন চালু রাখা উচিৎ। অন্তত সেকুলারদের ঈদকে মাটি করে দেয়ার প্ল্যান থেকে বাঁচানোর জন্য এটা বেশ ভালো একটা হাতিয়ার হতে পারে।
আবার জুনিয়রদের বা ব্যাচমেটদেরও এমন আচরণ প্রকাশ করা উচিৎ নয় যেনো বাধ্য হয় সালামি দিতে (হারাম হবে)। ঈদকে আনন্দময় করতে অবশ্যই আমাদের নতুন নতুন উপায় বের করতে হবে। এ বিষয়ে বেশি বেশি চিন্তা ফিকির করে থট শেয়ার করা উচিৎ এবং ইম্পলিমেন্ট করতে আমাদের এগিয়ে আসা উচিৎ
+ There are no comments
Add yours