ইসলামে বাকস্বাধীনতা অবশ্যই আছে,কিন্তু সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে আসা এই সত্য দ্বিনের ব্যাপারে আজে বাজে কথা বলে লোকদেরকে বোকা বানানো ইসলাম কখনো বরদাস্ত করেনা। এটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। এ ছাড়া মহান আল্লাহর এই দ্বিন খেল তামাশার কোনো বস্তু নয়। কারো কুৎসা রটানোর অনুমোদনও নেই।।।
হাতিয়া নামক একজন আরব কবি ছিল, যে তার কবিতায় অন্যের নিন্দা করতো।সাহিত্যের বিবেচনায় সে ভালো কবি ছিলো বটে কিন্তু সে অন্যের কুৎসা রটাতো।এক ব্যক্তি তার বিরুদ্ধে উমার রা. এর কাছে অভিযোগ করলে তিনি তাকে ধরে এনে জেলে পুরে দেন। হাতিয়া জেলে বসে তার মেয়েকে নিয়ে একটা কবিতা লিখে নিজের মনঃকষ্ট ব্যক্ত করল,কীভাবে উমর রা. তাকে অভিভাবক ছাড়া রেখেছেন। এটি খুবই বেদনাবিধুর একটা কবিতা ছিলো। ফলে উমর রা. তাকে তিন হাজার দিনার পরিশোধের শর্তে মুক্তি দিয়েছিলেন। যার বিরুদ্ধে সে নিন্দা করেছে তাকে সেই অর্থ দেওয়া হলো এবং সেই সাথে অন্যের বিরুদ্ধে লিখতে তাকে নিষেধ করা হলো।
এখনকার স্বাধীন সমাজে এটি একটি গুরুতর সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে তথাকথিত পশ্চিমা সমাজে যেখানে মতপ্রকাশের স্বাধীনতার নামে মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। শুধু মানুষ নয় ইভেন তারা ধর্মের নামে এমনকি আমাদের প্রিয় রাসূলুল্লাহ সঃ এর বিরুদ্ধেও কুৎসা রটানোর দুঃসাহস দেখাচ্ছে। এ ছাড়া মিডিয়া কোনো ধরনের ভ্রুক্ষেপ ছাড়া মানুষের মানহানি করেই চলেছে। ডানে বামে তাকিয়ে দেখুন, কীভাবে আজ মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের যেনো কিছুই করার নেই! এই যে ১১৬ জন আলিমের বিরুদ্ধে অপপ্রচার এরপর ৩৫ জনের নামে মিথ্যে অভিযোগ। তাহলে ভাবুন এতো কতো বড় শাস্তি হওয়া প্রয়োজন ছিলো এবং তাদের জরিমানার হকদারও আমাদের আলিমরা। নিশ্চয়ই একদিন ইনসাফ কায়েম হবে আর সেদিন আল্লাহর থেকে কেউ বাঁচতে পারবেনা।।।
কে কার বিরুদ্ধে কেন বলছে? এজন্য কে দায়ী? সবকিছু যেনো লাগামহীন হয়ে পড়েছে! কিন্তু ইসলাম এমনটা অনুমোদন দেয়না।
ইসলাম মানুষের আত্মমর্যাদার যথাযথ হেফাজত করে।।।
Onanno
~ ৫-১০ টা কিতাব<<<হকপন্থী একজন আলিমের অল্প কিছুক্ষণ সোহবত ~ কষ্ট মুজাহাদা,ইলম অর্জন ও হকের জন্য সফর করা এবং শেষ রাতে হকের জন্য দোআ (✓✓)>>>ঘরে বসে দ্বিন পাওয়া (××)
~ অন্তর থেকে আল্লাহর দ্বিনকে ভালোবেসে দ্বিনের জন্য ফিকিরবান হওয়া ও সবকিছু ত্যাগ করার মানসিকতা থাকা (✓✓)>>> দ্বিন নিয়ে তর্ক করে নিজেই নিজেকে হক মনে করে দায়সারাভাবে দ্বিনের কিছু কাজ করা (××)
তারাই তো প্রকৃত বুদ্ধিমান যারা আল্লাহর সাথে জান্নাতের সওদা (ক্রয়-বিক্রয়) করে
+ There are no comments
Add yours