আমাদের ফেমিলি ম্যানেজমেন্টে বড় প্রবলেম হলো “মেয়েদের সাইকোলজি” না বুঝা। আমাদের পরিবারগুলোতে অশান্তি থাকার মেইন রিজন এটা।

স্বভাবতই ম্যাক্সিমাম ছেলেরা একটু বদমেজাজী হয়। অথচ এটা মেয়েদের কন্ট্রোল করার জন্য সবচেয়ে বড় সমস্যা। নিজের ওপর কন্ট্রোল আনতে হবে। আল্লাহ কিন্তু তাদের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। সো বাই ডিফল্ট তাদের কিছু বৈশিষ্ট্য আছে যেটা দ্বীনি, অদ্বীনি আর যেই হোক সবার মধ্যেই আছে। আজকে যাস্ট একটা ট্রিকস শিখায়ে দেই, “ছোট ছোট জিনিসের মাধ্যমে খুশি রাখা”। আপনাকে দুনিয়া উল্টায়ে ফেলতে হবেনা। যাস্ট অল্প একটু ইমোশন দিবেন, তার ভালো লাগার ব্যাপারগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে অল্প একটু ভাইব দিবেন এবং এটা দিনে কয়েকবার করবেন। দেখবেন রাতের মধ্যেই আপনার ওপর পুরোপুরি সন্তুষ্ট হয়ে গেছে। ভালো থাকার জন্য খুব বেশি কিছু লাগেনা, শুধু ছোট ছোট খুশি করা ও ভালোবাসা লাগে আর হ্যাঁ মেয়েদেরকে এটা জানানো খুব জরুরি যে আপনি তাকে কতোটা ভালোবাসেন।

btw this is applicable only for your sister, mother and Ahlia. অন্যদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে যাইয়েন না আবার অপরিচিত কাওকে টেস্ট করতে যাইয়েন না। পরে সমস্যায় পরলে আমি দায়ী নই। এটা পরিবারকে খুশি রাখা ও বন্ডিং ঠিক রাখার জন্য, আল্লাহর অবাধ্যতার জন্য নয়

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours