মানুষ তার দেখা কোনো কিছুর বাহিরে চিন্তা করতে পারেনা। এ জন্যই দুনিয়াতে আল্লাহ দেখতে কেমন এ ধরনের প্রশ্ন করাও বিদআত। আর জান্নাত জাহান্নামের বর্ণনাও যাস্ট আমাদের বোঝানোর জন্য কিছু উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রকৃত জান্নাত আর জাহান্নাম নিয়ে আসলে আমাদের পক্ষে ইমাজিন করাই পসিবল না।

.

যাই হোক, বেসিক হিউম্যান সাইকোলজি আসলে প্রতিটা মানুষের ক্ষেত্রেই সেইম। একজন সাহিত্যিকের ক্ষেত্রেও ব্যাপারটা সেইম। সে তার চিন্তার জগৎ দেখার মধ্যেই সীমাবদ্ধ। তার প্রতিটা লেখা হয়তো নিজের জীবন থেকে নেয়া, পড়া, দেখা বা শুনা। এর বাহিরে তার কল্পনা করা বা নতুন করে কিছু জেনারেট করা পসিবল না। তাই ভালো লেখার অন্যতম শর্ত হলো মানুষের সাথে প্রচুর পরিমাণে ইন্টারেকশনে যেতে হবে। হুম, বই পড়ার মাধ্যমেও এটা পসিবল। যে যতো অধিক জানবে, মিশবে, শুনবে সে ততো অধিক চিন্তা করতে পারবে। তার চিন্তার জগৎ বৃদ্ধি পাবে। চিন্তার জগৎ যতো সমৃদ্ধ হবে মানুষ ততো সৃজনশীল হবে, প্রবলেম সলভিং এ ততো এক্সপার্ট হবে।

– End quote

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours