লিডারশীপ কোয়ালিটি”

সত্যিই আমাদের সমাজের কিছু মানুষ বেশ ইনফ্লুয়েন্সিয়াল হয়ে থাকে এবং তাদের কিছু ইউনিক গুণ থাকে। তবে ইসলামে শাসকের গুণাবলির সাথে তথাকথিত লিডারশীপ কোয়ালিটির বেশ কিছু অমিল আছে বরং একটা অপরটার বিপরীত বললেও অত্যুক্তি হবেনা। সময় নিয়ে সেগুলো লেখার ইচ্ছা আছে এবং কিভাবে অর্জন করা যেতে পারে সেটারও কিছু টিপস দেবার ইচ্ছা আছে (কিতাব মুতাআলা ও উস্তাদদের থেকে শেখা)।

যেটা বলতেছিলাম, এই পার্থক্যটা হিউজ এবং সত্যিই আল্লাহ যাদের লিডারশীপ কোয়ালিটি দান করেছেন তারা যদি এই পার্থক্যটা বুঝে সেটা ইম্পলিমেন্ট না করে তবে এই লিডাশীপ কোয়ালিটিই তার জন্য ধ্বংসের কারণ হতে পারে। সো কারো মধ্যে লিডারশীপ কোয়ালিটি দেখলেই তাকে মাথায় উঠানোর কিছু নেই, আগে দেখতে হবে সেটার বাস্তবায়ন কিভাবে হচ্ছে। খুব আফসোস হয় তাদের জন্য, যারা এই নেয়ামত পেয়ে সেটাকে কাজে লাগিয়ে নিজের জন্য জাহান্নাম প্রস্তুত করতেছেন।

আল্লাহ আমাদের হেফাজত করুন

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours