#জীবন_নিয়ে_চিন্তা ২

উস্তাদরা বিক্রি হয় তবে ছাত্ররা কখনো বিক্রি হয়না
– মুফতি আমিনী রহ.

যুগের পরিবর্তন সবসময় যুবকদের হাত ধরেই আসে। মহানবী সঃ এর দাওয়াহ শুরুর দিকে সত্যান্বেষী যুবকেরাই শুধু গ্রহণ করতেন। আর প্রবীণরা? তারা নিজেদের মতের ওপর অটল থাকে যদিও তা হক হোক বা বাতিল। তবে তরুণদের একমাত্র আকাবিররাই সঠিকভাবে গাইড লাইন দিতে পারে।

তাই আকাবিরদের মধ্যে হক ও বাতিল বাছাই করা জরুরি এবং হক পন্থী আকাবিরদের দলিলসমৃদ্ধ পরামর্শ নিয়েই জীবন পরিচালনা করা উচিৎ




দুনিয়ার জীবন মুমিনের জন্য কারাগার, তাই মুক্তির আশায় ছুটে চলেছে অসীম সেই জীবনের দিকে।

জীবনের প্রতিদিনের ডেইলী রুটিন,দায়িত্ব, শত্রু-মিত্র তারপরও দিন শেষে সবাইকে নিয়ে ভালো থাকা। কিন্তু মাঝে মাঝে এই অভ্যাসের প্রতি একটা অন্য রকম বিরক্তি চলে আসে।

কখনো সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী গভীর চিন্তায় নিমগ্ন হয়ে যাওয়া, কখনো বা সারাটা দিন ধরে রবের সাথে কথোপকথনে চোখের অশ্রু দিয়ে শরীর ভেজানো আর কখনো বা সবকিছু ছেড়ে দিয়ে অবাস্তব একটা কল্পনার জগতে হারিয়ে যাওয়া।

কিন্তু হায়, নিষ্ঠুর বাস্তবতা। কল্পনার সেই ভালো লাগার জীবন থেকে আবারো বাস্তবতায় ফিরিয়ে আনতে বাধ্য করে। আচ্ছা,কেমন হতো যদি এ সমস্ত বাস্তবতা একটা স্বপ্ন হতো আর হঠাৎই ঘুম থেকে উঠে পরতাম?

সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরই রবের নৈকট্য বোঝা যায়। বার বার চোখ ভিজে আসে,বুকের ভেতর কেমন ডুকরে ডুকরে কেঁদে ওঠা। “ইয়া রব, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ইয়া রব, আস্তাগফিরুল্লাহী ওয়া আতূবু ইলাইহী”

ইচ্ছা করে সবকিছু গুছিয়ে নিয়ে অজানার পথে চলে যায়; যেখানে কেউ আমাকে চিনবেনা, নিজের মতো করে সবকিছু গুছিয়ে নেবো,সবকিছু নতুন করে শুরু করব। ছেলে বেলায় প্রায় প্রতিটা মানুষই নিজের জীবনে এই সময়টা পার করে। কেউ কেউ হয়তো আমার মতো ব্যাগও গুছিয়ে রাখে, তবে অন্ধকারের ভয়ে আর বাহিরে যেতে পারেনা।

দায়িত্ব, ভালোবাসা, হক নিষ্ঠুর বাস্তবতা। মানুষকে আটকে রাখে। আর এর মধ্য দিয়েই একপা দু পা করে এগিয়ে যায় দুনিয়ার জীবন। একটা সময় পরিক্ষা তো শেষ হবে, বাস্তবতা ও দায়িত্ববোধকে পাশ কাটিয়ে হারিয়ে যাবো দুনিয়ার বুক থেকে। আচ্ছা, আমার রব কি আমাকে তাঁর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিবে? জীবনের সবচেয়ে বেশি যাকে ভালোবাসলাম এবং সবকিছুতে ত্যাগ স্বিকার করলাম সেই মহান রব কি আমাদের ফিরিয়ে দিবেন? না, কখনোই না। উনি তো রহমান, রাহীম।

সবার মাঝে থেকেও হারিয়ে যাওয়া আর সবকিছু ছেড়ে দিয়ে নিজেকে কিছু সময়ের জন্য সমস্ত দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করে নেয়ার সময়টাতে রবকে খুব বেশি স্মরণ হয়, ভালোবাসায় বুক দুড়ুদুড়ু আর চোখের শীতলতা সব মিলিয়ে সময়গুলোকে অনেক বেশি উপভোগ করা উচিৎ। আর এই পরিক্ষার শেষে ফলাফল আসবেই তাই একটা মুহুর্তও যেনো অপচয় না হয়!

মাঝে মাঝে হারিয়ে গিয়ে সবকিছু নিয়ে নতুন করে চিন্তা করা যায়। প্রতিটা দায়িত্ব, নিজের চিন্তা-চেতনা, বিশ্বাস আর জীবনের লক্ষ্য। তাই সেই সময়টাতে নতুন করে হককে খুঁজে নিয়ে নিজের জীবনকে রবের সেই সরল পথে নতুন করে চলতে শুরু করাটা এক অন্যরকম অনুভূতি জাগায়। হক ও বাতিলের পার্থক্যটা হৃদয় দিয়ে অনুধাবন করা যায়। মনে হয় যেনো, অন্তর সরাসরি আল্লাহর সাথে কথা বলছে আর তাঁরই দেয়া হককে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে এগিয়ে চলেছে।

চলুক না রবের পথের এই অগোছালো জীবন, জান্নাতের প্রতিক্ষায়। তোমাকেই সামনা সামনি দেখার অপেক্ষায় হে রব!……….
আল্লাহুম্মাহ দ্বিনী ওয়া সাদ্দিদনী

#জীবন_নিয়ে_চিন্তা ২

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours