এই পৃথিবীর প্রতিটা মানুষই জীবনে কতো কতো স্ট্রাগল করে!
যার যার পজিশন থেকে কতো কঠিন মনে হয় জীবনকে, আবার অন্যজনের দিক থেকে তার জীবনটাকে খুবই সহজ মনে হয়!
সুখে-দুঃখে চলেছে এই ছুটন্ত পথ চলা। প্রতিটা মানুষই একজন আরেকজনের থেকে ভিন্ন!
কতো বৈচিত্রময় এই পৃথিবী!
একজন মানুষের সাথে অপর একজন মানুষের কতো কতো অমিল!
সাড়ে সাতশো কোটি জীবনের গল্প!
প্রতিটা গল্পে কতোই না রোমাঞ্চকর কাহিনী, উত্থান-পতন, হাসি-দুঃখ.. চলছে এক নির্দিষ্ট নিয়মের মধ্যেই!
কেনোই বা আমাদের সৃষ্টি করা হলো আর কেনোই বা জীবনে এতো এতো কষ্ট,দুঃখ, ঘটনা ঘটে চলেছে…!
তবে একটা কথা সত্য, এ সব কিছুর মধ্যেই যারা যেই অবস্থানেই থাকুক সেখানেই যদি দ্বিনকে ইম্পলিমেন্ট করার বেস্ট ট্রাই করে সেই সফলকাম!
তাই কতোটুকু ত্যাগ ও জীবনে কষ্ট করে সেই চিরস্থায়ী বাসিন্দা হয়ে চিরস্থায়ী জান্নাতে থাকবো এটাই তো বুদ্ধিমানের কাজ হওয়া উচিৎ না???
হে বুদ্ধিমান লোকেরা, একজন বুদ্ধিমান মানুষের দায়িত্ব কি?
যে নিজের গন্তব্য জানে সে কিভাবে পথ হারা হতে পারে!
#জীবন_নিয়ে_চিন্তা

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours