আমরা কুরআন কেনো পড়ি?
– আল্লাহকে খুশি করার জন্য সাওয়াব হবে তাই। তবে মেইন উদ্দেশ্য থাকে এই আল-কুরআন নিয়ে তাদাব্বুর করে নিজের, পরিবারে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য। কুরআন নিয়ে তাই আমরা গভীর তাদাব্বুর করি।
.
আমরা সীরাহ পড়ি কেনো?
– কুরআনের বাস্তবিক প্রয়োগ দেখার জন্য এবং সীরাহ অনুযায়ী নিজের জীবন সাজানোর জন্য। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম) এর পছন্দকে নিজের পছন্দ, উনার অপছন্দকে নিজের জন্য অপছন্দ এমনকি প্রতিটা ক্ষেত্রে ‘যেমন ছিলেন তিনি’ তেমনই হওয়ার প্রচেষ্টায়।
এই দুটো জিনিস সবসময় মাথায় রাখা জরুরি। “ইন্নামাল আ’মালু বিন্নিয়্যাহ”। যেই অন্তর সীরাহ ও কুরআন দ্বারা পরিপূর্ণ সেই অন্তর কতোই না সৌভাগ্যবান!
+ There are no comments
Add yours