আকিদা অর্থ বিশ্বাস,সহজ ভাষায় বললে আইডিওলজি। দুনিয়ার প্রতিটা বিষয়ে আমার ধারনা কেমন হবে সেটাই আকিদা বা বিশ্বাসের সবচেয়ে প্রায়োগিক দিক।
আমরা সাইন্স বা অভিজ্ঞতা দিয়ে নিজের উপকারী/ক্ষতিকর জিনিসগুলো বুঝতে পারি, যেটা দুনিয়ার স্বাভাবিক রুলস।
তবে আল্লাহর পরিচয় এবং দ্বিন(ইসলাম) কখনো আমরা নিজের অভিজ্ঞতা বা সাইন্স থেকে শিখতে পারিনা। লাইক, নামাজ কয় রাকাত পড়বো। জান্নাত কেমন..
এগুলো “ওহী” এর অন্তর্ভুক্ত। তাই ইসলাম শেখার একমাত্র উৎস হলো “ওহী” যেটা কুরআন এবং সুন্নাহ। (ইজমা/ক্বিয়াস হলো নতুন বিষয়ে সমাধান যেগুলো কুরআন,সুন্নাহ তে নেই)।
তাই প্রতিটা বিষয় এবং ঘটনায় আমি কেমন ধারণা রাখব এবং কোন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করব সেটাই হলো আকিদা। আর আমরা সবাই জানি, ইমান মানেই আকিদা বা বিশ্বাস। তাই যদি কারো আকিদা ঠিক না থাকে সে যতোই সালাত,সিয়াম,হজ্জ করুক সে কখনোই মুসলমান হবেনা। যেমনঃ কেউ তাহাজ্জুতসহ পুরো দ্বিন মেনে চলে বাট সেই সাথে একটা দেবতারও ক্ষমতা আছে আমাদেরকে রিজিক দেবার এমনটা বিশ্বাস করে। তাহলে কি সে মুসলিম থাকবে? কখনোই না। এটা একটা সহজ উদাহরণ, ঠিক এমনই সমস্ত ঘট
+ There are no comments
Add yours