ইমান নিয়ে কিছু কথাঃ

১. ইমান ভঙ্গের দশটি কারণ শুধু মূলনীতি যেটা সময়ের পরিবর্তনে হ্রাস বা বৃদ্ধি হতে পারে এর এক্সপ্লেনেশানের জন্য। তাই কেউ এই মূলনীতিকে আরো কম সংখ্যক বা অধিক সংখ্যক দ্বারাও ব্যাখ্যা করতে পারে।

২. এটা যেহেতু শুধুমাত্র মূলনীতি তাই এর বিস্তারিত ব্যাখ্যা জানাও জরুরি। তাই হক্কানী উলামাদের কাছে থেকে বিস্তারিত জেনে নিতে হবে।

৩. এটা পূর্বেকার আকিদার কিতাবে ছিলোনা কেনোনা সেখানে শুধু আকিদার ব্যাপারগুলোই আসছে এবং মুমিনরা অটোমেটিক সেগুলো ও হারাম থেকে বেঁচে থাকতো। তাই তখন এটার প্রয়োজন ছিলো। তাই নবীন কিতাবে সময়ের প্রয়োজনেই এটা আলিমরা আলোচনায় এনেছেন। অনেকে একে ইখতিলাফী বলেই পাশ কাটিয়ে চলে যেতে চায় যেটা অত্যন্ত ক্ষতিকর উম্মাহর জন্য। তাই সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন।

৪. ইমানওয়ালাদের সাথে থাকা ছাড়া বর্তমানে ইমানদ্বার হওয়া সম্ভব নয়। তাই অবশ্যই অবশ্যই ইমানদ্বারদের সাথে থাকতে হবে ও ক্লোজ সম্পর্ক রাখতে হবে

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours