. যে কোনো কিছু পছন্দ হওয়াকে ভালো লাগা বলে। এটা সাময়িক বিষয়। কখনো ভালো লাগে আবার পরে কখনো খারাপ লাগতে পারে।
২. ভালো লাগা যখন স্থির হয়ে যায় তখন তাকে ভালোবাসা বলে। এটা দীর্ঘমেয়াদি হয়। যেমনঃ সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা।
৩. সর্বোচ্চ ভালোবাসা। এটা একেবারে খাস ও নির্দিষ্ট কারো জন্যই হতে পারে। যেমনঃ ঈমানের স্বাদ পেতে হলে এই চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা শুধুমাত্র আল্লাহ ও তাঁর রাসূল সঃ এর জন্য রাখতে হবে। এর চারটি আলামত রয়েছে। যথাঃ
ক. সবসময় শুধু তার কথায় মনে পরে এবং কখনোই ভোলা যায় না। ইভেন খাবার, ঘুমের মধ্যে স্বপ্নে, চলন ও সবসময় শুধু তার কথায় মনে পরে।
খ. তার জন্য সবকিছু ছাড়তে পারে কিনা এবং সবকিছু করতে পারে কিনা। যাকে সর্বোচ্চ ভালোবাসা যায় তার জন্য সবকিছুই ত্যাগ করা যায় এবং সর্বোচ্চ কষ্ট করে সবকিছুই করতে পারা যায়।
গ. তার বন্ধু নিজের বন্ধু কিনা এবং তার শত্রু নিজের শত্রু কিনা।
ঘ. তাকে খুশি করার জন্য তার সব কথায় শুনতে পারে কিনা। যাকে সর্বোচ্চ ভালোবাসা যায় তার সব কথায় শোনা যায় এবং যে কোনো কিছুতে হোক সবসময় তাকে খুশি রাখতে চেষ্টা করে
ঈমানের স্বাদ পেতে হলে আল্লাহ ও তাঁর রাসূলকে পাগলের মতো ভালোবাসতে হবে। মানুষ পাগল বললেও তখন ভালো লাগবে
+ There are no comments
Add yours