আল্লাহই হেদায়েতের একমাত্র মালিক।

সম্মান তো শুধু আল্লাহ,তাঁর রাসূল ও মুমিনদের জন্য।

আল্লাহই মুমিনদের সম্মানিত করে থাকেন।

আল্লাহর ফায়সালাই সর্বোত্তম,যদিও আপাতো দৃষ্টিতে সেটা আমাদের কাছে কষ্টকর মনে হয়।

এমন একদিন আসবে যেদিন সবাই আফসোস করবে। মুমিনরা নিজেদের কম আমলের কারণে আর ফাসিকরা নিজেদের পাপের জন্য। তবে সেইদিন আর কোনোই লাভ হবেনা।

নিঃসন্দেহে, ইসলামই আমাদের সম্মানিত করেছে এবং আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আর জান্নাতই আমাদের একমাত্র গন্তব্যস্থল। এই পথ চলা মোটেও সহজ নয়, এই দৃঢ়তা মোটেও শয়তানের ধোঁকা থেকে মুক্ত নয়। তবে একটাই স্পেশালিটি, অন্তর আল্লাহর প্রতি আস্থাশীল এবং ফায়সালার ওপর সন্তুষ্ট।

হে মুমিন, এরপরও কিসে তোমাকে আল্লাহ থেকে দূরে রাখে? হে মুমিন, কিসে তোমাকে আল্লাহ দেখতেছেন এমতাবস্থায় পাপ করায়? এখনও কি সময় হয়নি নিজের জীবন,পিতা-মাতা,স্ত্রী,সন্তান,সম্পদ,বাসস্থানসহ সবকিছুর চেয়ে আল্লাহ এবং তাঁর রাসূলকে অধিক ভালোবাসার?

More From Author

+ There are no comments

Add yours