একটা বিষয়ে খুব সচেতন করতে মনে চাচ্ছে, মেনে চলার অনুরোধ।
কখনো বলিয়েন না “ভালো থেকো বন্ধু, ওপারে ভালো থেকো….”
কারো কি নিজেকে ভালো রাখার সামর্থ্য আছে? কারো কি ওপারে নিজেকে বাঁচানোর সামর্থ্য আছে? সো আমাদের বলা উচিৎ,
“আল্লাহ তোমাকে ভালো রাখুন, আল্লাহ তোমাকে ওপারে জান্নাত নসীব করুন”
আমরা আমাদের ছোট ছোট কাজে ও কথায় আমাদের অন্তরের দৃঢ় বিশ্বাস “তাওহিদ” এর পরিচয় দিতে পারি
More From Author
রিজিক, যোগ্যতা এবং আমানতের খেয়ানত
November 30, 2024
Qualities of a leader (Da’ee)
November 24, 2024
Muslim’s Perspective: Behind the Scenes of Departmental Tour
November 11, 2024
+ There are no comments
Add yours