ওইদিন এক প্রফেসরের সাথে ক্লাস শেষে মাশওয়ারা করছিলাম। বিভিন্ন দিকে পরামর্শ দিচ্ছিলেন। তখন দুটো উসূল বেশ কার্যকর মনে হলোঃ

১. কোনো ব্যক্তির নাম ধরে আমরা সমালোচনা করব না; কাজের সমালোচনা করব। তাহলে গীবত থেকে বেঁচে থাকতে পারব।

২. যেই ব্যক্তির সমস্যা, অন্য যে কাউকে বলার আগে ডিরেক্ট তার সাথে আলোচনা করব। আমাদের টার্গেট: কারো ক্ষতি বা শত্রুতা নয় বরং তাকে সংশোধন করিয়ে দেয়া

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours