অফলাইন এবং অনলাইন মেহনতের মধ্যে মৌলিক কিছু পার্থক্যঃ
১. অনলাইনের কাজগুলো যখন ইচ্ছা করা যায়, নিজের রুটিন ঠিক রেখে সময় গুছিয়ে নিলেই হয়। আর অফলাইনে মেহনতের সময়ের সাথে নিজের সময়কে খাপ খাইয়ে নিতে হয়। ফলে প্রচুর কষ্ট করতে হয়।
২. অনলাইনে শুয়ে, বসে, এসিতে আরাম করে বসে নিজের অনুকূল পরিবেশে কাজ করা যায়। অফলাইনে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় এবং কখনোই কমফোর্ট পরিবেশ পাওয়া যায় না।
৩. অনলাইনে কাজের জন্য মালের খরচ একদমই কম হয়। অফলাইনে নিজের সম্পদের হিউজ পরিমাণটা শুধু এই মেহনতের জন্যই রাখতে হয়। মানুষকে খাওয়ানো, আলিমদের কাছে নিয়ে যাওয়া, হাদিয়া দেওয়া ইত্যাদিতে প্রচুর টাকা খরচ হয়ে যায়।
৪. অনলাইনে খুব সহজেই ‘সেলিব্রেটি’ হওয়া যায় আর অফলাইনে তেমন কেউ চিনবেও না, গুরুত্বও দিবেনা, মনেও রাখবেনা।
৫. সেলিব্রেটি হওয়ায় অনেক ধরনের ইনকাম সোর্সের ব্যবস্থা হয় যেমনঃ বই লেখা, প্রোডাক্ট সেল করা, বিভিন্ন শপের হাদিয়া পাওয়া, প্রমোশনে ইনকাম ইত্যাদি। আর অফলাইনে আরো উল্টো ইনকামের ক্ষতি হয় এবং খরচও হয়।
৬. অনলাইনে নিজের আখলাক, আমল, ইলম যেমনই থাকুক খুব সহজেই যে কোনো মেহনত করা যায়। অফলাইনে নিজের আখলাক সর্বোত্তম না হলে, প্রচুর ইলম ও সে অনুযায়ী আমল না থাকলে মানুষের কটু কথা ও গালি শুনতে হয়।
৭. অনলাইনে কথা কে কতোটুকু শুনে, গালাগালি করে তাতে কিছুই যায় আসেনা। সিম্পলি তাকে ব্লক করে দিলেই এনাফ বা কমেন্ট হাইড করা যায় ইভেন মেসেজও আনসিন করে দেয়া যায়। অফলাইনে কখনো দুনিয়াবী কারণে একটুও ত্রুটি হলে গালাগালি শুনতে তো হয়ই, মেহনতও নষ্ট হয়ে যায়। আর সমালোচনাকারীদের ও অপছন্দকারীদের থামানোর কোনো উপায় নেই।
৮. অনলাইনে সেলিব্রেটি হওয়ায় মানুষজন কথা শুনে এবং বড় ধরনের লোক মনে করতে থাকে। আর অফলাইনে মানুষ তুচ্ছ ও ছোট মনে করে ইভেন কথাও শুনতে চায়না।
৯. অনলাইনে কখনো মার খেতে হয়না, আর কিছুটা সিকিউরিটি মেইনটেইন করতে পারলে তো কোনো রিস্কই নেই। অফলাইনে দ্বাঈরা এ্যাটাকের স্বিকার হয়নি এমনটা খুবই বিরল।
১০. মাঝে মাঝে গভীর রাত পর্যন্ত, নিজের হাজারো কষ্ট চাপা দিয়ে, নিজের দুর্বলতাগুলো গোপন রেখে মেহনত করতে হয়, শেষ রাতের সময়গুলোতে রবের সামনে চোখের পানি ফেলে মেহনতে বারাকাহ ও সফলতা এবং নিজের সমস্যাগুলো দূর করার জন্য দোআ করতে হয়। আর অফলাইনে এমনিতেই বিশাল বড় ফ্যানবেজ তৈরি হয়ে যায় ফলে কোনো চিন্তায় থাকেনা।
আপাততো দশটায় থাকুক। পরে অন্যদিন কথা হবে। একটা ফেমাস উক্তি আছে, “Never meet your icon” সত্যিই এটা বাস্তবিক এবং তাদের আমল ও আখলাক দেখলে সত্যিই হতাশ হতে হবে। আচ্ছা, তাহলে একটা মিলিয়ন ডলারের কোশ্চেন করি। বলুন তো, আল্লাহর কাছে কে অধিক মূল্যবান ও প্রিয় হবে? এবং আপনার কাদের মতো হওয়া উচিৎ?
+ There are no comments
Add yours