অফলাইনে ময়দানে জীবনের রিস্ক নিয়ে দাওয়াহ ও দ্বীনের কাজ এবং আমাদের তথাকথিত দ্বীনি অনলাইন সেলিব্রেটি ভাইদের কাজের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় জানেন?

১. এক জায়গায় প্রচুর ফ্যান ফলোয়াড় পাওয়া যায়, ইনকাম আসে। আরেক জায়গায় জীবনেরই রিস্ক নিয়ে কাজ করা লাগে।

২. একতার গুরুত্ব বোঝা। যারা অফলাইনে মেহনত করে তাই বাই ডিফল্ট মাসলাকগিরির চেয়ে উম্মাহর কল্যাণের বিষয়ে অধিক চিন্তা করতে বাধ্য

৩. যখনই কোনো ইস্যু আসে, নিজেদের আপোষকামীহীনতা প্রমাণের জন্য সারাদিন অনলাইনে এক্টিভ থাকাই লাগবে। আর যারা কাজ করে, তারা ঠিকই দ্বীনের গন্ডির ভেতরে থেকে একতা বজায় রেখে পরিশ্রম করে যায়।

৪. কোথায় আপোষ করা হচ্ছে আর কোথায় দ্বীনের কল্যাণের স্বার্থে কষ্ট পেলেও মুখ বুজে একত্রে কাজ করতে হচ্ছে, এই ইস্যুতে হিউজ গ্যাপ দেখবেন। সর্বশেষ, আপাতো দৃষ্টিতে এসব অনলাইনে সেলিব্রেটিকে দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই সফল হতে তো দেখছেন, আল্লাহর কাছে তার মূল্য কতোটুকু এটা জানেন কি? দুনিয়ায় হয়তো তাদেরর দেখছেন যে, আখিরাতও ঠিক আছে (পডকাস্ট,হালাকা,…) আবার দুনিয়াতেও বিজনেস, বই ব্যাচা, জব সব ঠিক রাখতেছে। আসলে আল্লাহর কাছে কোনগুলো বেশি প্রায়োরিটি পায় আগে সে বিষয়ে ইলম অর্জন করা জরুরি

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours