একাত্তরনামা

৭১-এর লড়াইটাকে একেবারে খারাপভাবে তুলে ধরা কিংবা আওয়ামীলীগের মতো অতিমহান হিসেবে তুলে ধরা দুইটাই গলত। বরং, মৌলিকভাবে এটা ছিলো জালিমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। এখানে নিহত মুসলিম মাজলুমরা শহীদ ইনশাআল্লাহ।
‘এই লড়াইয়ে ভারত উপকৃত হয়েছে’ এবং ‘মুসলিমদের শক্তি খণ্ড বিখণ্ড হয়েছে’ এটাও ঐতিহাসিক বাস্তবতা। তবে, এই যুদ্ধে যে শুধু ভারতের ষড়যন্ত্রই মূখ্য এবং যুদ্ধ ছিলো ভারত-পাকিস্তানের লড়াই সেটাও ভুল বয়ান বলেই মনে করি। বরং, এক্ষেত্রে প্রথম দোষী পশ্চিম পাকিস্তানের শাসকদের একের পর এক বৈষম্য, অবিচার, ইসলাম বিরোধিতা এবং হঠকারীমূলক সিদ্ধান্তসমূহ। এর পাশাপাশি বাঙ্গালী নেতাদেরও ভুল আছে এবং মাঝখান দিয়ে ফলাফল ভারতও ভোগ করেছে এবং পাকিস্তানকে বাঁশ দিয়েছে এটাও সত্য। এককভাবে কোনো কারণ নেই।
মডিফাইড
উস্তাদ Abu Usama Jafar হাফি.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours